বাকলিয়ায়‘নবীন ক্লাবের ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরীর বাকলিয়ায় ‘নবীন ক্লাব’ এর উদ্যোগে এক ইফতার চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২২ মার্চ) বাকলিয়াস্থ আতুরার দোকান মোড়- গ্রীন ভিলেজ টাওয়ারে উক্ত ইফতার চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে নবীন ক্লাব- এর সাবেক সভাপতি মারুফ উল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকলিয়া থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাকিম মাহমুদ চৌধুরী।
মহানগর ছাত্রদলের সাবেক সহ- সভাপতি সালেহ নূর নাসিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকলিয়া থানা যুবদলের সাবেক নেতা ইয়াসিন চৌধুরী মনু, সাংবাদিক এম. সাদ্দাম হোসাইন সাজ্জাদ।
বাকলিয়ায়‘নবীন ক্লাবের ইফতার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রধান অতিথি তার বক্তব্যে নবীন ক্লাবের সদস্যদের সুসংগঠিত করে আগামীতে ক্লাবের যাত্রাকে আলোকিত করার ব্যাপারে সকলকে এই লক্ষ্যে কাজ করার পরামর্শ দেন এবং যুবসমাজকে ক্লাবে জড়িত হয়ে খেলাধুলার মাধ্যমে নিজেদের মাদক ও অন্যান্য খারাপ কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেন।
উক্ত ইফতার চক্র ও মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সংগঠক লোকমান শিকদার, নবীন ক্লাবের সাবেক দপ্তর সম্পাদক নূর আলম চৌধুরী, নবীন ক্লাবের সাবেক ক্রীড়া সম্পাদক রাশেদুল ইসলাম, ফারুক, তাসিন, ইশান, আরকান, আশরাফ, কবির প্রমুখ।