৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও চসিক’র কাউন্সিলর এবং কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ জহুরুল আলম জসিম বলেন, মহা ৭১র মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বর্তমান নব-প্রজন্মের শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করতে হবে। পাশাপাশি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুারল, ভাস্কর্য, ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার স্থাপন, বঙ্গবন্ধু পাঠাগার ও মুক্তিযোদ্ধা কর্নার স্থাপন নির্মাণে সরকারের পাশাপাশি দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান সহ সমাজের বিত্তশালীদের উদারচিত্রে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষে পাহাড়তলী গালর্স স্কুল এন্ড কলেজে নবনির্মিত শহীদ
মিনার ও ৭ জন বীরশ্রেষ্ঠের ম্যুারাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। কলেজ পরিচালনা পরিষদের সচিব ও অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে শিক্ষক পরিষদের নেতা মোঃ ইমরান হোসেনের স ালনায় আরো বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মোঃ কামাল উদ্দিন, শিক্ষক শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম, বি ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবির নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম উদ্দিন, আওয়ামী যুবলীগ নেতা মোঃ শফিকুল ইসলাম ওয়াসিম প্রমুখ। অনুষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।