
ঈশাত জামান মুন্না লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা ছাত্রদল এর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মাসুদ রানাকে (২৭) ওয়ারেন্ট বলে
গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলার শিয়ালখোওয়া বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। মাসুদ রানা চলবলা ইউনিয়ন এর শিয়ালখোওয়া এলাকার মৃত আব্দুল হামিদের পুত্র বলে জানা গেছে এবং তিনি কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হিসাবে জানা গেছে।
কালীগঞ্জ থানার উপ পরিদর্শক এসআই বাদল কুমার মন্ডল জানান,গোপন সংবাদ এর ভিত্তিতে শিয়ালখোওয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মকবুল হোসেন জানান, ২০১৭ সালে বিজয় দিবসের র্যালিতে আওয়ামীলীগ-বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্য আহতের ঘটনায় লালমনিরহাট সদর থানায় দায়ের করা মামলায় মাসুদ রানার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। তিনি ওই মামলার পলাতক আসামি ছিলেন। দুপুরে শিয়ালখোওয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়