ঈশাত জামান মুন্না,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আব্দুল মজিত হোসেনকে (৫৫) নামের এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাত ৯.৩০ টার দিকে উপজেলার মহিষখোচা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার মোঃ আব্দুল মজিদ আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের রজবপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মহিষখোচা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন বিএনপির নেতা বলে জানা যায়
আদিতমারী থানার ভারপ্রাপ্ত (ওসি) মাসুদ রানা অজানা বাংলাদেশকে জানান, লালমনিরহাট সদর থানার একটি মামলায় মহিষখোচা বাজার থেকে মোঃ আব্দুল মজিদ হোসেনকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে সদর থানায় পাঠানো হয়।