আরিফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ভোটের মাঠে জিয়াউল। মার্কা তার “সিংহ”। বনের রাজা সিংহ, জনতার রাজা জিয়াউল – এমন মূহ মূহ স্লোগানে একের পর এক মিছিলে মুখরিত ছিল বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকেলে সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) ভোটের মাঠে একাদশ জাতীয় নির্বাচনে আলোচিত প্রার্থী এই আসনের মহাজোটের বর্তমান সাংসদ অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। আইনি জটিলতায় এই নির্বাচনে তিনি “সিংহ” প্রতীক নিয়ে লড়ছেন।
ভোটের দিন যতই এগিয়ে আসছে, নির্বাচনী এলাকায় তৃণমূলে জিয়াউল হকের পক্ষে ভোটের জোয়ার ততই বৃদ্ধি পাচ্ছে। উপজেলা সদরে বৃহস্পতিবার জিয়াউল হকের সমর্থনে এক নির্বাচনী জনসভা হয়। মহাজোটের স্থানীয় নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন। নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন থেকে “সিংহ” প্রতীক ও জিয়াউল হকের সমর্থনে নানা স্লোগানে একের পর এক মিছিলে নির্বাচনী জনসভা একসময় জনসমুদ্রে পরিণত হয়।
এ নির্বাচনী জনসভায় অংশ নিতে মিছিল নিয়ে এসেছেন উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি এলাকার মোঃ আইনুল্লাহ। তিনি “দৈনিক যুবকন্ঠ” কে জানান, জিয়াউল হক মৃধা এই আসনে মহাজোটের টানা দুইবারের এমপি। এখানে নানা উন্নয়নকাজ তিনি করিয়েছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা আবারো জিয়াউল হককে এমপি হিসেবে চাই।
মিছিল নিয়ে এসেছেন অরুয়াইল ইউনিয়নের বাসিন্দা মোঃ আসিফ ইকবাল খোকন। তিনি জানান, জিয়াউল হক এখানে দশ বছরের এমপি। একজন ক্লিন ইমেজের মানুষ। তার বিরুদ্ধে কোনো অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নেই। এই মানুষটিকে আমরা আবারো এমপি নির্বাচিত করতে চাই।
জনসভায় মিছিলে এসেছেন পানিশ্বর ইউনিয়নের মোঃ সুমন মুন্সী। তিনি জানান, এমপি জিয়াউল হক আমাদের এলাকায় যেই পরিমাণে উন্নয়নকাজ করিয়েছেন, তাকে আমরা আবারো এমপি নির্বাচিত করে সেই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই।
মিছিল নিয়ে এসেছেন নোয়াগাঁও ইউনিয়নের বাসিন্দা সায়মন। তিনি “যুবকন্ঠ” কে জানান, “বনের রাজা সিংহ আর জনতার রাজা জিয়াউল”। এই মানুষটিকে আমরা আবারো এমপি বানাবো।
কালীকচ্ছ ইউনিয়নের বাসিন্দা মোঃ শহিদুল ইসলাম স্বপন মিছিল নিয়ে এসেছেন এ নির্বাচনী জনসভায়। তিনি জানান, জিয়াউল হক মৃধা সমাজের সুবিধা বঞ্চিত মানুষের অতি আপজন একজন ব্যক্তি। তাকে পেয়ে এখানকার মানুষ প্রকৃত এমপি’র স্বাদ পেয়েছে। তাইতো আমরা আবারো তাকেই চাই।
এদিকে নির্বাচনী জনসভা শেষে সাংসদ জিয়াউল হক মৃধার নেতৃত্বে এক বিশাল মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।