
নিউজ ডেস্ক। অজানা বাংলাদেশ।
কুমিল্লা নাঙ্গলকোট রায়কোট ইউপি উঃ মাহিনী গ্রামের ওমান প্রবাসী মোঃ মাছুম দীর্ঘ ৪ বছর পর গত দুই মাস আগে দেশে আসে,
সুন্দর চলছে তার সুখের সংসার,
সংসারে মাছুমের একাই বাবা নেই কোন ভাই বোন নেই সেই একা,
জানা যায় মাছুমের চাচাতো আলমগীর ও আলাউদ্দিন ভুয়া দলিল দেখিয়ে তাদের বাড়ীর জমিন দখল করতে আসে, এবিষয় কাগজপত্র দেখাতে বললে তারা কোন কাগজপত্র দেখাতে পারেনি, এতে মাছুম ও তার পরিবারের লোকজন বাদা দিলে, আলমগীর ও আলাউদ্দিন চলে যায়,
পরে ঘন্টা ২ ঘন্টা পর আগমগীর ও আলাউদ্দিনের সন্তাসি বাহিনী নিয়ে মাছুমের জমিন দখল করতে আসে এবং মাছুমের ও তার পরিবারের উপর হামলা চালায়,
পরে মাছুম প্রাণ রক্ষার জন্য দৌরে পালিয়ে যায়,
এই বেপারে মাছুম জানায় পৃথিবীতে তার বাবা, ভাই, বোন, কেউ নেই তাই তারা জোর পৃর্বক জমিন দখল, ও তার উপর হামলা চালায়, অসহায় বলে, এই বলে মাছুম কান্নায় ভেঙে পরে, এবং সেই আইনে সু দৃষ্টি ও এলাকাবাসীর সু দৃষ্টি কামনা ও সু বিচার চেয়েছে।