মোঃ তাজুল ইসলাম মিয়াজী:প্রবাসী ডেস্কঃ
জোহানেসবার্গে ডাকাতের গুলিতে বাংলাদেশী খুন!
জোহানেসবার্গে ডাকাতের গুলিতে উজ্জ্বল নামের একটি বাংলাদেশী খুন হয়েছে। গতকাল ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক ৮ টার দিকে সোয়েটো লোকেশনের এল্ডেরাডো পার্কে এই ঘটণা ঘটে।
নিহত উজ্জ্বলের দেশের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি বলে জানা গেছে।
বিভিন্ন মাধ্যমে পাওয়া খবরে জানা যায়, ৪/৫ জনের একটি ডাকাত দল উজ্জ্বলের দোকানে ক্রেতা সেজে গিয়ে তাকে বেশ কয়েক রাউন্ড গুলি করে। এসময় উজ্জ্বল মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে কর্তব্যরত ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করে।
এসময় ডাকাতরা তার দোকান থেকে নগদ অর্থ এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।