
মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিদিধি;
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভূঞাপুর পৌরসভার ১নং ওয়ার্ড কুতুবপুর গ্রামে ১ জানুয়ারি মঙ্গলবার দিবাগতরাত আনুমানিক ১১.৩০ মিনিটে মো: সোহরাব এর বাড়িতে অগ্নিকান্ড সংগঠিত হয়েছে।ধারনা করা হচ্ছে পথচারীর সিগারেটের ফেলা আগুন খরেরপালায় পরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে পুরোপালায় আগুন ছড়িয়ে পড়ে।
পাশের বাড়ির লোক দেখতে পেয়ে চিৎকার করে।চিৎকারে আসে পাশে বাড়ির লোকজন ছুটে এসে আগুন নিভাতে প্রানপণ চেষ্টা করে।আধা ঘন্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্রনে না আসায় ভূঞাপুর ফায়ারসার্ভিসকে কল করে।রাস্তা সোরু হওয়ায় ফায়ারসার্ভিসের গাড়ী কুতুবপুর ইস্কুল মাঠের আগে আমির আলীর বাড়ির সামনে আটকা পরে।ভ্যানে করে আগুন নেভানোর সরন্জাম ঘটনা স্থলে নেয়া হয়।গ্রামের লোকের সহযোগীতার কারনে আগুন আন্যকোন দিকে যেতে পারেনি।পরে ফায়ারসার্ভিসের একটি ইউনি আগুন নেভাতে সক্ষম হন।তবে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
কুতুবপুর গ্রামের বছির মন্ডল জানান, আগুনের বিষয়টি খুবই দুঃখ্যজনক,আমরা শুনতে পেয়ে তারাতারি ঘটনা স্থলে আসি এবং আগুন নেভাতে চেষ্টা করি এবং ফায়ারসার্ভিস কে কল করি।
পুড়ে যাওয়া বাড়ির মালিক মো: সোহরাব জানান,কেমন করে আগুন লেগেছে তা আমি জানি না। আমার খরেরপালা পুড়েছে, আল্লাহ্ আমাদের ঘরবাড়ি রক্ষা করেছেন।সে জন্য আল্লাহ্ র কাছে হাজার শুক্রিয়া।