
গৌতম সাহা, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের সকাল বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ১৪টি দোকান মালামাল সহ পুড়ে গেছে। এতে অন্তত এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগী ব্যবসায়ীরা দাবি করেছেন।
আজ বৃহস্পতিবার (৩ জানুয়ারী) সকাল ১১টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপী চেস্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ আগুন নিয়ন্ত্রণে দায়িত্বরত ফায়ার সার্ভিস দলের প্রধান মোঃ আল আমীন মিয়া জানান, এখানকার একটি স্র্বর্ণের দোকানে বিদ্যুতের শটসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত। আগুনে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, সকাল ১১টার দিকে বাজারের একটি তালাবদ্ধ স্বর্ণের দোকানে প্রথমে আগুন দেখা যায়। মূহূর্তে আগুন দুইপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে শিল্পালয়, মুদি মালের দোকান, সেলুন, চাউলের দোকান, ফার্মেসী, ষ্টেশনারী, তেলের দোকান সহ অন্যান্য ১২টি দোকানঘর ও মালামাল পুড়ে যায়।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে ১৪টি দোকান মালামাল সহ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রশাসনের পক্ষ থেকে সাময়িক অর্থ সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে।