
মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি;
সদ্য শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় প্রার্থী নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।সোনাযাচ্ছে আওয়ামী লীগের অনেক নেতাই নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে জানান দিচ্ছেন। নির্বাচনকে কেন্দ্র করে গণমাধ্যম কর্মী ও দলীয় নেতাকর্মীদের সাথে সম্ভাব্য প্রার্থী হিসেবে অনেকেই আগাম শুভেচ্ছা ও যোগাযোগ রক্ষা করে চলেছেন।২০১৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন আলহাজ্ব এ্যাড: আব্দুল হালিম।তিনিও নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে আগ্রহী বলে তিনি জানিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের পর প্রায় ৫শ উপজেলায় নির্বাচন আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশিন (ইসি)। ফেব্রুয়ারির প্রথমদিকে এ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার আগেই টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে একাধিক মনোনয়ন প্রত্যাশী দলীয় নেতাদের নাম শোনা যাচ্ছে ।এর মধ্যে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী আহব্বায়ক ও ভূঞাপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ সর্বাধিক আলোচনায় উঠে এসেছে। উপজেলা নির্বাচনে তিনিই চেয়ারম্যান হবেন এমনটি প্রত্যাশা করছেন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।
এদিকে ফেসবুক স্ট্যাটাসে মাসুদুল হক মাসুদকে নিয়ে রীতিমত হইচৈই পড়েছে সারা ভূঞাপুর দলীয় নেতাকর্মীদের মধ্যে । ফেসবুক স্ট্যাটাসে তারা ভূঞাপুর উপজেলা পরিষদের আগামি চেয়ারম্যান হিসেবে তাকে দেখতে চান ছাত্রজীবন থেকেই মাসুদুল হক মাসুদ আওয়ামী লীগের সক্রিয় কর্মী থেকে নেতার পরিচিতি লাভ করেছেন।তিনি বীর মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধুর হত্যার এক মাএ প্রতিবাদকারি,দূরদিনে কর্মীদের পাশে অবস্থানকারী,দুদির্নেও তিনি হাল ছাড়েননি দল থেকে তিনি কখনো বিচ্যুত হননি। সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন। এবার তিনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হবেন এমনটিই প্রত্যাশা সর্বস্তরের জনগন।এ ব্যাপারে জানতে চাইলে মাসুদুল হক মাসুদ বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে জনমানুষের যে সাড়া পাচ্ছি তাতে দল যদি আমাকে প্রার্থী করেন তাহলে সহজেই জয় লাভ করতে পারব।