মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি;
বঙ্গবন্ধু সেতু পারাপারকালে টাঙ্গাইলের অংশে রড বোঝাই একটি ট্রাকে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটেছে।আজ শুক্রবার সকাল ১১ টার দিকে ট্রাকে আগুন লাগার ঘটনায় সেতুর পূর্ব ও পশ্চিম টোলপ্লাজায় প্রায় দেড় ঘন্টা টোল আদায় বন্ধ রাখা হয়। এতে সেতুর উভয়পারে শতশত যানবাহন আটকা পরে জনভোগান্তির সৃষ্টি হয়।সেতুর উপর চলন্ত ট্রাকে আগুন লাগার সংবাদ পেয়েই তাৎক্ষনিক ফায়ারসার্ভিসের ভূঞাপুরের একটি ও সিরাজগঞ্জের একটি ইউনিট যৌথ প্রচেষ্টায় প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর ফলে সেতু দিয়ে প্রায় এক ঘন্টা যানচলাচল বন্ধ ছিল। দ্রুত আগুন নিয়ন্ত্রণ ও দূর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে নেয়ার পর দুপুর ১টা
থেকেই সেতু দিয়ে স্বাভাবিক ভাবে যানচলাচল শুরু হয়।এ বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু সেতূপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন জানান, বঙ্গবন্ধু সেতুর ৩৭ নং পিলারের নিকট উত্তরবঙ্গগামী রড বোঝাই একটি ট্রাকে হঠাৎ আগুন ধরে যায়। আগুন লাগার সাথে সাথে ট্রাক চালক ও হেলপার নেমে যাওয়ায় প্রাণহানী ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট একঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন।এর পর দ্রুত যান চলাচলের ব্যবস্তা করে দেয়া হয়।