
আরিফুল ইসলাম সুমন : স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে মহাজোট মনোনীত প্রার্থী ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।দলীয় রেষারেষির কারণে ভোটে এই আসনে মহাজোট প্রার্থীর ব্যাপক ভরাডুবি হয়। তবে এই আসনের মহাজোটের টানা দুইবারের নির্বাচিত এমপি ভোটে হেরে গিয়েও নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া কর্মী-সমর্থক ও এলাকার সাধারণ মানুষদের ভুলে যাননি জিয়াউল হক।
নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনের দিন পর্যন্ত সকাল-সন্ধ্যা এমনকি গভীর রাত পর্যন্ত ব্যস্ত থাকতে হয়েছে জিয়াউল হক মৃধাকে। ৩০ ডিসেম্বরকে চূড়ান্ত দিন ধরে পরিশ্রম শেষে নিরাশ হতে হয় তাকে।তবে এতোকিছুর পরও নির্বাচনের পরের দিন থেকেই খুব ভোরে উঠে নির্বাচনে তার পাশে দাঁড়ানো নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করতে বেরিয়ে পড়েন। তাদের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দেন তিনি।এছাড়াও বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের খোঁজ-খবর নিচ্ছেন প্রতিনিয়ত তিনি।
জিয়াউল হক মৃধা সকল নেতাকর্মী এবং সরাইল ও আশুগঞ্জ উপজেলাবাসী সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করে এক বার্তায় জানান, নির্বাচনী প্রচারাভিযানকালে সরাইল-আশুগঞ্জের সর্বস্তরের মানুষ “সিংহ” প্রতীকে এবং ব্যক্তিগতভাবে আমাকে যে ভালবাসা প্রদান করেছেন, তাতে আমি বিমোহিত-মুগ্ধ। দুই উপজেলার মানুষদের এই অভূতপূর্ব ভালবাসায় আমি চিরকৃতজ্ঞতার বাঁধনে আবদ্ধ হয়েছি। ইনশআল্লাহ, আমৃত্যু প্রিয় সরাইল ও আশুগঞ্জবাসীর হাসি-আনন্দ, দুঃখ-বেদনায় পাশে থেকে এই কৃতজ্ঞতার ঋণ শোধ করতে চেষ্টা করবো।এদিকে নির্বাচনে হেরেও নেতাকর্মী সহ সাধারণ মানুষদের প্রতি এমন উদারতা এবং পাশে দাঁড়ানোয় নানা শ্রেণী পেশার মানুষদের প্রশংসায় ভাসছেন জিয়াউল হক মৃধা।