মোঃ তাজুল ইসলাম মিয়াজী:ওমান প্রতিনিধি
ওমান মাসকাট: সরকারী শিষ্টাচার-এর বিপরীতে কাজ করা মোট ৫৮ জন প্রবাসী নারীকে গ্রেফতার করা হয়েছে । রাজকীয় ওমান পুলিশ (রোপ) ঘোষণা করেছে ।
নারী, কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন বাসা বাড়ী থেকে এবং Bausher Wilayat বেশ কিছু স্থানে গ্রেফতার করা হয় ।
এক বিবৃতিতে ওমান রয়েল পুলিশ রোপ বলেন, “মাসকাট প্রদেশ পুলিশের নির্দেশে, পুলিশ দলের সমর্থনে বেশ কিছু সহযোগিতার মাধ্যমে ৫৮ নারীকে গ্রেফতার করে এবং সরকারী নৈতিকতা লঙ্ঘন করার অপরাধে,
তারা জানান, এই সব নারীরা বিভিন্ন জাগায় অসামাজিক কাজ চালিয়ে যাচ্ছে, অনেক দিন দরে, তাই গোয়েন্দা বিবৃতি তাদের কে আটক করা হয়,