মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি;
টাঙ্গাইলের ভূঞাপুরে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের নব নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব,তানভীর হাসান ছোট মনির সাহেবকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি ভূঞাপুর উপজেলা শাখা।আজ শনিবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলা শিক্ষক সমিতির সামনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি ভূঞাপুর উপজেলা শাখার প্রধান ও ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহীউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় সংসদ তানভীর হাছান ছোট মনির।প্রধান আলোচক ছিলেন,মাসুদুল হক মাসুদ,মেয়র ভূঞাপুর পৌরসভা ও আহব্বায়ক ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঝোটন চন্দ্র,উপজেলা নির্বাহী অফিসার ভূঞাপুর, টাঙ্গাইল।
আমন্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মো: রাশিদুল ইসলাম।ভূঞাপুর একাডেমি সুপার ভাইজার তাহমিনা আক্তার।ভূঞাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শাহীনুর ইসলাম।ভূঞাপুর উপজেলা ভাইস চ্যেয়ারম্যান শাহিলুর রহমান তরফদার বাদল।নিকরাইল উপি চেয়ারম্যান আব্দুল মতিন সরকার,ভূঞাপুর পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম সোহেল,পৌরসভা নির্বাচন কমিটির সভাপতি আব্দুল বাছেদ প্রমূখ।
এ সময় নব নির্বাচিত সাংসদ তানভীর হাছান ছোট মনির বলেন, আগত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন,শিক্ষাই জাতির মেরুদন্ড।আর আপনারা সে মেরুদন্ড গড়ার কারিগর। বর্তমান সরকার শিক্ষা নিয়ে অভিরাম কাজ করে যাচ্ছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্ষাত ও শিক্ষকদের
জন্য হাত বাড়িয়ে দিয়েছেন।যত গুলো জরাজির্ন ইস্কুল আছে সব গুলো মেরামত করা হবে।শিক্ষকদের যে সব দাবি আছে সব পূরন করা হবে।আপনারা এলাকাকে ১০০% শিক্ষিত করে তুলুন।আমি তানভীর হাসান ছোট মনির আপনাদের কথা দিচ্ছি আপনাদের যে কোন প্রয়োজনে আমি আপনাদের পাশে থাকবো।