আরিফুল ইসলাম সুমন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর এলাকায় একটি খালের উপর প্রায় ৩১ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি সেখানকার জনসাধারণের কোনো কাজেই আসছে না। সেতুর দুইপাশে সংযোগ সড়ক না থাকায় এমন অবস্থা, যা সরেজমিন দেখা গেছে। সরকারি খরচে এ খালের উপর সেতু নির্মান হলেও এটি ব্যবহার না করতে পারায়, এখানকার সাধারণ মানুষের মাঝে অসন্তোষ বিরাজ করছে।
জানা যায়, সরাইল-অরুয়াইল আ লিক সড়কের পাশে রসুলপুর এলাকায় খালের উপর সেতুটি নির্মাণে ২০১৫-২০১৬ অর্থ বছরে ৩০ লক্ষ ৯০ হাজার ১৮৫ টাকা অর্থ
বরাদ্দ দেয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। সেতুটি নির্মান করে ”মেসার্স বধূয়া এন্টারপ্রাইজ“ নামে স্থানীয় একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
অভিযোগ আছে, সেতুর দুইপাশে সংযোগ সড়ক নির্মাণে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ থাকলেও সংশ্লিষ্টরা তা না করিয়ে কারসাজির মাধ্যমে সেই বরাদ্দকৃত অর্থ উত্তোলন করে নিয়ে যায়। এদিকে সরকারি অর্থায়নে এই সেতু নির্মান হলেও তা এলাকার বসবাসকারী মানুষদের কোনো কাজে আসছেনা, বিষয়টি দেখেও স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিরা কোন ব্যবস্থা নিচ্ছেন না। এ নিয়ে স্থানীয় ভূক্তভোগী লোকজন ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে সরাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, দুই পাশে সংযোগ সড়ক না থাকাই সেতুটি এলাকার মানুুষ ব্যবহার করতে পারছেন না, বিষয়টি আমরা অবগত আছি। এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা জানান, বিষয়টি আমি জেনেছি, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।