মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি;
টাঙ্গাইলের ভূঞাপুরে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের নব নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব,তানভীর হাসান ছোট মনির সাহেবকে সংবর্ধনা দিয়েছে ববঙ্গবন্ধু সৈনিক লীগ ভূঞাপুর উপজেলা শাখা।আজ সোমবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টায় ভূঞাপুর উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।বঙ্গবন্ধু সৈনিক লীগ ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি মো: খোকন মিঞার উদ্দোগে সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন,জনাব মাসুদুল হক মাসুদ, আহব্বায়ক ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগ ও মেয়র ভূঞাপুর পৌরসভা।
প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় সংসদ তানভীর হাছান ছোট মনির।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব আব্দুল হামিদ ভোলা যুগ্ন আহব্বায়ক ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগ,মো: ইদ্দিস হোসেন সভাপতি বঙ্গবন্ধু সৈনিকলীগ টাঙ্গাইল জেলা।
সংবর্ধনা অনুষ্ঠানে বঙ্গবন্ধু সৈনিকলীগ ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি মো: খোকন মিঞা বলেন,আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী,বঙ্গবন্ধু কে ভালোবাসি,শেখ হাসিনাকে ভালোবাসি,আওয়ামীলীগ কে ও নৌকাকে ভালোবাসি।আমাদের নব নির্বাচিত এমপি মাননীয় সংসদ জনাব তানভীর হাছান ছোট মনির ভূঞাপুর – গোপালপুরেরর মানুষের মন জয় করে তাদের ভোটে জয়যুক্ত হয়েছেন।আমি আশাকরি আমাদের এমপি মহোদয় দ্বারা আমাদের দুই উপজেলায় ব্যপক উন্নয়ন হবে।আমরা সব সময় নৌকার পক্ষে থাকবো এবং আমাদের এমপি সাহেবের সাথে মডেল ভূঞাপুর জন্য কাজ করবো।
এ সময় নব নির্বাচিত সাংসদ তানভীর হাছান ছোট মনির বলেন,সব সময় জননেএীর হাতকে শক্তিশালী করার লক্ষে সবাইকে নিয়জিত থাকতে হবে।বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।কোন অপপ্রচারে কান দেয়া যারেনা।দেশ বিরোধী সকল কর্মকান্ডকে প্রতিহত করতে হবে।বঙ্গবন্ধু সৈনিকলীগ আমাকে তথা নৌকাকে বিজয়ী করার জন আকূল চেষ্টা করেছেন।আমি সবাই কে ধন্যবাদ জানাই।আপনারা সব সময় নৌকার পক্ষে কাজ করলে সোনার বাংলা হতে সময়ের ব্যাপার মাএ।