মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিদিধি;
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ ও উৎসব শেষ হতে না হতেই প্রথম বারের মতো দলীয় প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এবার উপজেলা নির্বাচনে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হতে চান জাতীয় শ্রমিক লীগ টাঙ্গাইল জেলা শাখার সাধারন সম্পাদক ও জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আব্দুল লতিফ।আজ ১৯ জানুয়ারি শনিবার বেলা সাড়ে ১১ টায় ভূঞাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিক
ভাবে তার প্রার্থীতার ঘোষনা দেন।আব্দুল লতিফ তার লিখিত বক্তব্যে বলেন,সারা জীবন দলের হয়ে কাজ করেছি। কখনো দলের কাছে কিছু চাইনি। জীবনের শেষ বেলায় এসে ভূঞাপুরের মানুষের প্রতি অগাধ
শ্রদ্ধাবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে জন প্রতিনিধি
হিসেবে তাদের সেবা করতে চাই। ভূঞাপুরকে মাদক, সন্ত্রাস ও দুর্ণীতি মুক্ত এবং স্বাস্থ্য সেবানিশ্চিত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। আর এ লক্ষে দলের কাছে উপজেলা
চেয়ারম্যান পদে মনোনয়ন চাইবো।আশাকরি দল আমাকে
নিরাশ করবেনা। এ সময় ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি মোঃ আতোয়ার রহমান তালুকদার মিন্টু,সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক
আব্দুল্লাহ আল দর্পণ, জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার সহসভাপতিআজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সোহাগ, মহিলা সম্পাদিকা রহিমা আক্তার, জেলা শ্রমিক ফেডারেশনের প্রচার সম্পাদক হারুন অর রশিদ হারুন ও বিভিন্ন ইলেকট্রনিক ও জাতীয় প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ও সংবাদ প্রকাশের মাধ্যমে জানা যায়, ২০১৯ সালের জানুয়ারী চলতি মাসের শেষ সপ্তাহ অথবা ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তাহে উপজেলা নির্বাচনের তফসিল প্রকাশ করা হতে পারে। দেশের প্রায় ৫শ উপজেলা পরিষদ নির্বাচন মার্চের মধ্যে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে।