
আরিফুল ইসলাম সুমন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া।।
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি পদে লড়ছেন ব্রাহ্মণবাড়িয়ার নয়জন নারী নেত্রী। তারা আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানা গেছে।মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুননেসা বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সদস্য ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেটতাসলিমা সুলতানা খানম নিশাত, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সোনিয়া আক্তার সুচি, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য অধ্যাপক নূরুন্নাহার বেগম,
ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনারা আলম, কেন্দ্রীয় যুব মহিলা লীগের শিক্ষা-পাঠাগার ও প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এমবি কানিজ, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেহেনা বেগম রানী ও আওয়ামী লীগ নেত্রী সাদেকা বেগম। প্রার্থীদের মধ্যে কেন্দ্রীয় যুব মহিলা লীগের শিক্ষা-পাঠাগার ও প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এমবি কানিজ একাদশজাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) এবং সরাইল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল-আশুগঞ্জ) আসনে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছিলেন।শিউলী আজাদ দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২-(সরাইল-আশুগঞ্জ) আসনে আওয়ামী লীগের
মনোনয়ন পেয়েছিলেন। পরে আসনটি মহাজোটকে ছেড়ে দিলে তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করেন। পরে তিনি সংরক্ষিত মহিলা আসনেও মনোনয়নপত্র দাখিল করেছিলেন।অপর প্রার্থীদের মধ্যে অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত এবং মিনারা আলম দশম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছিলেন।নিবার্চন কমিশন সূত্রে জানা গেছে, সংসদ নিবার্চনের ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশের পরবতী ৯০দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নিবার্চনের বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে আগামী ১ এপ্রিলের মধ্যে এ নিবার্চন সম্পন্ন করতে হবে।দলীয় সূত্রে জানা গেছে, যারা দলের দুর্দিনে, দুঃসময়ে দলের জন্য কাজ করেছেন এমন নেত্রীদের মনোনয়নের ক্ষেত্রে প্রাধান্য দেয়া হবে।