
অজানা বাংলাদেশ, নিউজ ডেস্ক॥
জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ও পটিয়া পৌর সভার সাবেক চেয়ারম্যান সামশুল আলম মাস্টারকে শোকজ করেছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা এমপির স্বাক্ষরিত গত ১৪ জানুয়ারি একটি কারণ দর্শানো নোটিশ প্রদান করেন। নোটিশে উল্লেখ করা হয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আওয়ামী লীগের প্রার্থী চট্টগ্রাম-১২ পটিয়া আসনে সামশুল হক চৌধুরীর নৌকা প্রতীকের পক্ষে সমর্থন ও প্রকাশ্যে প্রচার প্রচারণায় অংশ নেন। জাতীয় পাটির মনোনিত প্রার্থী নুরুচ্ছফা সরকারের লাঙ্গল প্রতীকের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেয়। যা বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ২১ জানুয়ারির মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। কেন্দ্রের বেঁধে দেয়া সময় ৭দিন পার হয়ে
গেলেও সামশুল আলম মাস্টিার আত্বপক্ষ সমর্থন করে কোন ধরণের জবাব দেয়নি বলে সূত্রে জানায়। গত ১৯ ডিসেম্বর পটিয়ার এমপি সামশুল হক চৌধুরীর চৌধুরীর নৌকার সমর্থনে জাপার ভাইস চেয়ারম্যান শামশুল আলম মাস্টার, উপজেলা জাপার সভাপতি রফিক আহমদ, উপজেলা সাধারণ সম্পাদক কাজী খোরশেদ আলম, পটিয়া পৌরসভা সভাপতি মোস্তাক আহমদ, পৌর জাপা নেতা মাহবুবুল আলম বাঁশিসহ কয়েকজন জাতীয় পার্টির সিনিয়র নেতারা। আওয়ামী লীগের দক্ষিণ জেলার সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা সেলিম নবীসহ অনেক আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের মনোনিত প্রার্থী সামশুল হক
চৌধুরীকে জাতীয় পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিক সমর্থন দেয়ার সংবাদটি জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। বিষয়টি চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টিও সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম-১২ পটিয়া আসনে জাপার মনোনিত প্রার্থী নুরুচ্ছফা সরকার এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টিও উপজেলা ও পৌরসভার বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ জাপার শামশুল আলম মাস্টারের বিরুদ্ধে কেন্দ্রে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ করেন। অভিযোগের সাথে যাবতীয় তথ্য প্রমান প্রকাশিত সংবাদেও নিউজ কাটিং জাতীয় পার্টির কেন্দ্রীয় সংসদ ও জাপার মহাসিচব মসিউর রহমান রাঙ্গা এমপি, জাপার চেয়ারম্যান হুসেন মুহাম্মদ এরশাদ, কো- চেয়ারম্যান জিএম কাদেরের কাছে অভিযোগ আকারে দেন। অভিযোগের প্রেক্ষিতে শোকজ নোটিশ প্রদান করেন জাপা কেন্দ্রীয় সংসদ।
এই বিষয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও পটিয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান শামশুল আলম মাস্টার শোকজ নোটিশ পাওযার বিষয়টি স্বীকার করেছেন, তবে নোটিশের জবাব দেয়নি, আমি লিখিতভাবে জবাব দেব না সরাসরি কেন্দ্রে গিয়ে জবাব দিব। নোটিশ দেয়ার বিষয়টি শামশুল আলম মাস্টারের অনুসারীরা উপজেলা পরিষদের নির্বাচনে জাতীয় পার্টি পটিয়ায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী দেয়ার বিষয়টি ঘোষনা দেয়ায় কৌশলে চাপে রাখার জন্য করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় তৃণমূল জাতীয় পার্টির নেতা কর্মীরা শামশুল আলম মাস্টারের কর্মকান্ড তথ্য প্রমানসহ কেন্দ্রের কাছে অভহিত করেন। এই বিষয়ে জাতীয় পাটির চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক
ও চট্টগ্রাম-১২ পটিয়া আসনে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী নুরুচ্ছফা সরকার বলেন, দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে দলের শঙ্খলা ভঙ্গ করায় শামশুল আলম মাস্টারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে শোকজ করেছেন, শোকজের জবাব ঠিকমত দিতে না পারলে তাকে বহিস্কার বা সাংগঠনিক ব্যবস্থা নিবে কেন্দ্রীয় সংসদ। উল্লেখ্য জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপার সভাপতি পটিয়া পৌরসভার সাবেক মেয়র শামশুল আলম মাস্টার এই পর্যন্ত বহুবার জাতীয় পার্টি থেকে বহিস্কার হয়েছে। শামশুল আলম মাস্টার কিছুদিন আনোয়ারা হোসেন মঞ্জুর সমর্থিত জাতীয় পাটি জেপির সাথে যুক্ত থেকে ২০০১ সালে পটিয়ায় সাইকেল প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচন করেছিলেন তিনি। ২০০১ সালের পরবর্তীতে এরশাদের নেতৃতাধিন জাতীয়
পার্টিতে ভিড়েন। শামশুল আলম মাস্টারের কারনে ২০০৮ সালে গত নবম জাতীয় সংসদ নির্বাচনে সাবেক সংসদ সদস্য ও জাপার চেয়ারম্যান হুসেন মুহাম্মদ এরশাদের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্ঠা সিরাজুল ইসলাম চৌদুরীকে মহাজোটের মনোনিত প্রার্থী হিসেবে সিরাজুল ইসলাম চৌধুরীকে মনোনয়ন দেয়া হলেও শামশুল আলম মাস্টারের বিরোধিতা ও সিরাজুল ইসলাম চৌধুরীর উপর হামলার ঘটনায় আওয়ামী লীগের প্রার্থী সামশুল হক চৌধুরীকে শেষ পর্যন্ত মহাজোটের মনোনয়ন দেন। তিনি মহাজোটের মনোনয়ন পেয়ে প্রথম বারের মত পটিয়া থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। এর থেকে তিনি টানা তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন শামশুল হক চৌধুরী।
চট্টগ্রাম-১২ পটিয়া আসনে জাপার মনোনিত প্রার্থী নুরুচ্ছফা সরকার এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টিও উপজেলা ও পৌরসভার বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ জাপার শামশুল আলম মাস্টারের