রোজিনা জান্নাত, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।
সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বিআরডিবি ও কুমিল্লা বার্ড এর সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জুনায়েদ উদ্দিন ঠাকুরের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।বুধবার (২৩ জানুয়ারি) দুপুরে সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে প্রশাসনের পক্ষ থেকে এ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা, উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আনোয়ার হোসেন, পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মোঃ মিজানুর রহমান সহ সঙ্গীয় ফোর্স এবং স্থানীয় মুক্তিযোদ্ধারা।
পরে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।উল্লেখ্য, তিন সন্তানের জনক জুনায়েদ উদ্দিন ঠাকুর (৭৯) মঙ্গলবার (২২জানুয়ারী) দিবাগত রাত ১২টা ৪০মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা শমরিতা হাসপাতালে ইন্তেকাল করেন।
তাঁর মৃত্যুতে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি শোক জানিয়েছেন।