
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে বাস চাপায় মাছ বোঝাই ব্যাটারি চালিত ইজিবাইক উল্টে দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।বুধবার (২৩ জানুয়ারি) দুপুর আড়াই’টার দিকে মহাসড়কে জেলার সুহিলপুর এলাকার মীরাহাটি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই মাছ ব্যবসায়ী মারা যান। নিহতরা হলেন, শহরের কান্দিরপাড়া এলাকার সাচ্চু বেপারী(৩৬) ও সাবু বেপারী (৩২)। এ ঘটনায় চালক আহত হন। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, দিগন্ত পরিবহনের একটি বাস ও মাছ বোঝাই একটি ব্যাটারি চালিত ইজিবাইক মহাসড়কে সামনাসামনি হলে এ দূর্ঘটনা ঘটে।খাটিহাতা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।