
রোজিনা জান্নাত, সরাইল প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জানুয়ারী) বিকেলে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে এই দোয়া মাহফিলের আয়োজন করে সরাইল ও আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি।
এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।সাবেক ছাত্রনেতা এম এ মজিদ বক্স এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে সরাইল ও আশুগঞ্জ উপজেলার জাপা’র নেতা-কর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন।