রোজিনা জান্নাত, সরাইল প্রতিনিধি
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্প নগরীর সামনে সড়কে দু’টি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোঃ সালেহ উদ্দিন নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি জেলার বিজয়নগর উপজেলার নগরবুল্লা গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হন আরো তিনজন। তবে আহতদের পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সরাইল বিশ্বরোড মোড় খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হোসেন সরকার এ দূর্ঘটনার কথা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে মামলা দায়ের করেছে।