আরিফুল ইসলাম সুমন, নিজস্ব প্রতিবেদক।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাতদলের সর্দার সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- মোঃ জাকলেস, পিতা হাবিবুর রহমান ও উজ্জ্বল মিয়া, পিতা বোরহান মিয়া। তাদের বাড়ি কুট্টাপাড়া গ্রামে।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) উপজেলা সদরের কুট্টাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজ উদ্দিন ভুঁইয়ার দিক নির্দেশনায় পশ্চিম কুট্টাপাড়া এলাকা থেকে এস.আই মিজানুর রহমান, এস.আই খলিলুর রহমান, এ.এস.আই জুয়েল রানা ভুঁইয়া, এ.এস.আই রাজীব মজুমদার ও এ.এস.আই গোপী মোহন সরকার বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে