
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া ॥
আগামী মার্চে উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষণায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সর্বত্রই বইছে এখন আগাম নির্বাচনী হাওয়া। দলীয় প্রতিকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন পাওয়ার লক্ষ্যে আগাম প্রচার-প্রচারনা শুরু করেছেন। তবে সরাইলে দলীয় নেতাকর্মীদের মনে কে পাচ্ছেন উপজেলা চেয়ারম্যান পদে নৌকার প্রতিক, এই সংশয় বিরাজ করলেও সাধারণ মানুষের মাঝে আলোচনায় উঠে এসেছে সরাইল উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শের আলম মিয়ার নাম।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলাটি নয়টি ইউনিয়ন নিয়ে গঠিত । মার্চে অনুষ্ঠিতব্য আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সরাইল উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন যুবলীগ নেতা মোঃ শের আলম মিয়া। তিনি সরাইল উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান।জানতে চাইলে সরাইল প্রাতঃবাজারের চায়ের দোকানে মোঃ কবির হোসেন নামের এক যুবক জানান, এবার উপজেলা নির্বাচনে আমরা চেয়ারম্যান পদে চাই শের আলম মিয়া আসুক, কারণ তিনি যেভাবে উপজেলা পরিষদে একজন সফল জনপ্রতিনিধি হিসেবে নেতৃত্ব দিচ্ছেন তাতে আমরা বিশ্বাস করি তিনি সরাইলবাসীর উন্নয়নে সর্বক্ষণ আমাদের পাশে থাকবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সরাইল উপজেলা আওয়ামীলীগের এক নেতা জানান, শেষপর্যন্ত শের আলম চেয়ারম্যান পদে দলীয় নমিনেশন পেলে, আশা করি উপজেলা নির্বাচনে দলের সবাই এক জায়গাতেই থাকবেন।উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের বেশকয়েকজন নেতার সাথে আলাপ করলে তারা জানান, শের আলম মিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রতীক নৌকা পেলে আশা করি আমাদের দলের মাঝে কোন বিভক্তি বা মন খারাপ কারও হবে না।
এ বিষয়ে সরাইল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শের আলম বলেন, জনগণের চাওয়ার উপর নির্ভর করেই আমি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করতে আগ্রহী, দলের কাছে মনোনয়ন প্রত্যাশা করছি। আশা করি আমার কাজ সততা মানুষের প্রতি ভালোবাসা সব মিলিয়ে দল আমাকে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করবেন।উল্লেখ্য, সরাইল উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান হিসেবে শের আলম মিয়া দায়িত্বপালন করে আসছেন।