
মাহমুদুল হাসান:
টাঙ্গাইলের ভূঞাপুরে বালুবাহী ড্রাক ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে ‘ছায়া পাগলি’ নামের এক মহিলা নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর ১২ টা ৪০ মিনিটের দিকে উপজেলা পৌর শহরের থানা চত্বরের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ছায়া পাগলি নামের মহিলাটি রাস্তা পার হচ্ছিল। পথিমধ্য ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা গোপালপুরের নলিন বাজারগামী বালুবাহী একটি ড্রাম ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। এতে ঘটনাস্থলে ‘ছায়া পাগলি’র মৃত্যু হয়। তাৎক্ষণিক পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেও চালক ও হেলপার পালিয়ে যায়।
এ বিষয়ে ভূঞাপুর থানার ইনচার্জ অফিসার রাশিদুল ইসলাম এ ঘটনাল সত্যতা নিশ্চিত করে বিডি২৪লাইভ ডটকম কে বলেন, পুলিশ প্রসাশন ও বাজার বণিক সমিতির সহযোগিতায় স্থানীয় কবরস্থানে নিহত ছায়া পাগলির লাশ দাফনের জন্য প্রক্রিয়া চলছে।তিনি আরো জানান, ঘাতক ট্রাক চালক ও হেলপার গাড়ির চাবি নিয়ে পালিয়ে যায়। তবে ট্রাকটি থানায় আটক করে রাখা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান। উল্লেখ্য, অজ্ঞাত এই মহিলা ভূঞাপুর পৌর শহরে প্রায় ১২ থেকে ১৫ বছর যাবত বসবাস করে আসছে। তিনি স্থানীয়দের কাছে ‘ছায়া পাগলি’ নামে পরিচিত।