
পেকুয়া প্রতিনিধি আলাা উদ্দিন
পরিচ্ছন্ন ও ত্যাগী নেত্রী অধ্যাপিকা এথিন রাখাইন কে সাংসদ হিসেবে দেখতে চাই কক্সবাজারবাসী,একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী,আওয়ামীলীগে দুঃসময়ে কান্ডারি, রাজপথে অতন্দ্র প্রহরি মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস ঠিকানা, শ্রদ্ধেয় অধ্যাপিকা এথিন রাখাইন, তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার জেলা শাখা সিনিয়র সহ-সভাপতি হিসেবে আসীন, একাদশ জাতীয় সংসদে তিনি সর্বাধিক গ্রহনযোগ্য সৎ ত্যাগী পরিচ্ছন্ন রাজনীতিবিদ, তিনি আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী, রাজপথে জেলা আওয়ামীলীগে সাথে নিয়ে রাজনীতি অঙ্গনের নিবেদিত প্রান, এমন জনবান্ধব সৎ ত্যাগী পরিচ্ছন্ন রাজনীতিবিদ এথিন রাখাইন কে সংরক্ষিত মহিলা আসনে মনোনীত করা জন্য মাননীয় প্রধানমন্ত্রী
ওসংসদ নেতা জননেত্রী শেখ হাসিনা মহোদয় প্রতি কক্সবাজারবাসী জোরালো দাবী জানান,বৌদ্ধ, খ্রীস্টান সনাতন ধর্মালম্বী সহ সর্বস্তরে জনগনের দাবী অধ্যাপিকা এথিন রাখাইন কে এমপি হিসেবে দেখতে চাই, তিনি রাজনীতি অঙ্গনে একজন নির্লোভ ওসাদা মানুষ, জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করণ, একটি সুখি ও সমৃদ্ধি বাংলাদেশ বিনির্মাণে তিনি একমাত্র যোগ্য, আওয়ামীলীগ রাজনীতির জন্য অনেক ত্যাগ ও তিতীক্ষা তার মাঝে প্রমান পেয়েছি, দুঃসময়ে দলটি সব কার্যক্রমে এই নেত্রী সাহসিক ভুমিকা সর্বজন প্রশংসিত, তিনি জননেত্রী শেখ হাসিনা মুক্তি আন্দোলনে
রাজপথের অগ্র ওসাহসিক সৈনিক হিসেবে কাজ করেছে,আওয়ামীলীগ রাজনীতিতে অত্যন্ত পরিশ্রমী ও ত্যাগী নেত্রী, তাকে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই মুল্যায়ন করবেন এই প্রত্যাশা করি, সম্প্রতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী কে জেতাতে ৪টি সংসদীয় আসনের নির্বাচনী মাঠে প্রচারণা গনসংযোগ কঠোর পরিশ্রম করেন, এই সময় রাখাইন সম্প্রদায়ে সহ সকল ধর্মের অনুসারী কে নৌকা মার্কায় ভোট দেওয়ার পক্ষে উদ্ভুদ্ধ করেছেন,তার প্রচারণায় রাখাইন সম্প্রদায়ের ভোট ব্যাংক নৌকার পক্ষে ধাবিত হয়,তিনি দুর্নীতি মুক্ত অাধুনিক সমাজ ব্যবস্থাকে
এগিয়ে নেওয়া হচ্ছে তার স্বপ্ন,তিনি জেলাবাসী প্রাণের দাবী সমুহ বাস্তবায়নে আন্তরিক, একাদশ জাতীয় সংসদের মহিলা আসনের,অধ্যাপিকা এথিন রাখাইন কে এমপি হিসেবে মনোনীত করা জন্য, মাননীয় প্রধানমন্ত্রী প্রতি কক্সবাজারবাসী পক্ষে জোরালো দাবী জানান,আওয়ামীলীগের দুঃসময়ের নির্যাতিত পরিবারে সন্তান, আওয়ামীলীগ নেতা, কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদে সহ- সভাপতি, পেকুয়া উপজেলা ক্ষুদ্র- নৃগোষ্ঠী প্রতিনিধি, বাবু আলহারি রাখাইন।