
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অষ্টম শ্রেণীর ছাত্রী লাইলী আক্তার (১৩) এবং দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রিমা আক্তার (৯) এর লাশ সুরতাল-ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে নিহতদের লাশ তাদের গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। পৃথক দু’টি ঘটনায় নিহত দুই স্কুলছাত্রীর পরিবারে চলছে শোকের মাতম। পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার রাতে (০৬ ফেব্রুয়ারি) উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি গ্রামের মোঃ হোসেন মিয়ার মেয়ে লাইলী আক্তার (১৩) এর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। নিহতের পরিবার
জানায়, নানার বাড়ি থেকে বিকেলে হঠাৎ নিখোঁজ হয় লাইলী। পরে নানার বাড়ির গোয়াল ঘরে লাইলীর ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। অপরদিকে একই দিনে (০৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইঁশ্বর গ্রাম থেকে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রিমা আক্তার (৯) এর লাশ উদ্ধার করে পুলিশ। সে গ্রামের কৃষক মোঃ বাছির মিয়ার মেয়ে। পরিবারের লোকজন জানান, জমিতে দিতে বাজার থেকে কীটনাশক আনেন বাছির মিয়া। বুধবার বিকেলে বাড়ির লোকদের অজান্তে
ওই কীটনাশক খেয়ে ফেলে রিমা আক্তার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হলে লোকজন পুলিশকে খবর দেয়। এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজ উদ্দিন ভূইঁয়া জানান, খবর পেয়ে বুধবার রাতেই ওই দুই মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দু’টি লাশ পরিবারের লোকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় দু’টি পৃথক অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।