আরিফুল ইসলাম সুমন, সরাইল থেকে ।।
পিতার বাড়িতে মৃত্যুর সংবাদের খবরে বোনের লাশ দেখতে এসে শিশু সন্তানের লাশ নিয়ে স্বামীর বাড়িতে ফিরলেন মোছাঃ রাছমিনা বেগম নামে এক প্রবাসীর স্ত্রী।শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর মর্মান্তিক এই ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের সিতাহরন এলাকার।স্থানীয় ইউপি সদস্য মোঃ তাজুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইসিদা এলাকার প্রবাসী ইমান আলীর স্ত্রী মোছাঃ রাছমিনা বেগম গত বুধবার বোনের মৃত্যুর সংবাদে তার সন্তানদের নিয়ে সরাইলের সিতাহরন এলাকায় বাবার বাড়িতে আসেন। বৃহস্পতিবার
সকালে তার মেঝো সন্তান তানভীর (৫) নানা বাড়ি থেকে নিখোঁজ হয়। এলাকায় নানাভাবে খোঁজ করেও শিশুটির সন্ধান মেলেনি।শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে নানার বাড়ি সীতাহরন এলাকায় সদ্য গভীর খনন করা একটি পুকুরের পাড়ে শিশুটির পড়নের জুতা দেখে পরিবারের লোকদের সন্দেহ হয়। তারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পুকুরটি গভীর হওয়ায় সন্ধ্যায় ভৈরব এলাকা থেকে ডুবুরি আনা হয়। ডুবুরি পুকুরে অভিযান চালালে একসময় পুকুরের তলদেশ থেকে শিশু তানভীরের লাশ উদ্ধার হয়। এসময় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে শিশু তানভীরের লাশ উদ্ধারের পর তার নানার বাড়িতে কান্নাররোল পড়ে স্বজনদের মাঝে।এসময় শিশুটির মা আর্তনাদ করছিল আর বলছিল “পিতার বাড়িতে বোনের লাশ দেখতে এসে, এখন সন্তানের লাশ নিয়ে আমাকে স্বামীর বাড়িতে ফিরতে হবে’ আমি ওদের কি জবাব দিব”।