
মোঃ তাজুল ইসলাম মিয়াজী: ওমান প্রতিনিধি
ওমানে কোম্পানিতে কাজ করা শ্রমিকদের ৭-৮ মাস করে বেতন আটক হয়া, মানবন্ধ করে কোম্পানি শ্রমিকরা,
জানা যায় এই কোম্পানিতে ৮-৯ শ্রমিক কাজ করে তাদের মধ্য ৩৫০ জন শ্রমিক বাংলাদেশী, বাকিরা ভারতীয় ও পাকিস্তানী, শ্রমিকদের সাথে কথা বললে জানান তাদের এক এক জনের ৭-৮ মাসের বেতন আটক হয়ে গেছে, তাদের মধ্যে অনেকের ভিষা আকামার মেয়াদ শেষ হয়ে গেছে, যা তাদের কে নতুন করে ভিষা লাগিয়ে দিচ্ছে না, এবং শ্রমিকদের কাজ করায় অবস্থা কোন দরনের ঘটনা
ঘটলে ভালো কোন চিকিৎসা ও দিছেনা, এমন কি তাদের হাত পা ভেঙে গেলে বা কেটে গেলে ও ক্ষতি পুরন পাচ্ছে না, এতে বাংলাদেশ দূতাবাসে সু দৃষ্টি দেওয়ার জন্য জানান শ্রমিকরা।
এই বেপারে কোম্পানি ম্যানেজারের সাথে কথা বললে জানান আগের মত মাল সেল না হয়া বা বকেয়া বিল আনা আসা তাদের বেতন আটক হয়ে আছে, এই ব্যাপারে কোম্পানি মালিক সাথে কথা হয়েছে বলে জানান ম্যানেজার।