মোঃ তাজুল ইসলাম মিয়াজী ওমান প্রতিনিধি
মৃধা বেলাল নামে এই ব্যক্তি সাংবাদিক ও সম্পাদক সেজে প্রতারণা করছে ৭৪ জনের সাথে,
জানা যায় মৃধা বেলাল প্রথম উন্নয়নের বাংলাদেশ,সম্পাদক নামে এক টি বিজ্ঞাপ্তি দেয়, সাংবাদিক নিয়োগ চলছে, দেশের প্রতিটি জেলা, উপজেলা, থানা, ব্যুরো চীফ, জেলা প্রতিনিধি ও দেশ বিদেশে স্টাফ রিপোর্টার ও বিজ্ঞাপন প্রতিনিধি নিয়োগ চলছে এই বলে বিজ্ঞাপন দেই।
এতে দেশ বিদেশ থেকে কিছু লোক সিভি পাঠায় এবং তাদের কে কিছু টাকা দিতে বলে অফিস খরচের জন্য ৫ হাজার টাকা করে দিতে বলে, এবং প্রতিনিধিরা তা দেই।এবং টাকা নেওয়ার পর এটা বন্ধ
করে দেই।এই ভাবে বেশ কিছুদিন যাওয়ার পর নতুন আইডি খোলে আবার বিজ্ঞাপ্তি দেই। সংবাদ টেলিভিশন নামে, আবারো একটি বিজ্ঞাপ্তি দেই, দেশের ৬৪ জেলা থেকে সাংবাদিক নিয়োগ চলছে, এতে অংশ নেই, দেশের বিভিন্ন জেলার প্রতিনিধি ও দেশের বাহিরের কিছু প্রতিনিধি, ওমান,বাহরাইন, দক্ষিণ আফ্রিকা ও সৌদি আরব।এতে সবাই কে একি কথা বলা হয়েছে যে অফিস খরচের জন্য কিছু টাকা দিতে হবে ১০ হাজার টাকা করে, কার্ড খরচ ও অফিস খরচের জন্য।
তাই মৃধা বেলাল সবাই কে একটি বিকাশ নাম্বার = 01906866404 দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে ১০ দিনের বিতর টাকা দিতে হবে, এবং সবাইকে ১০ দিন পর আই ডি কার্ড দেওয়া হবে, এই বলে সবাইর থেকে ৬ লক্ষ ৯৫ হাজার টাকা নেই, মৃধা বেলাল।
টাকা নেওয়ার পর থেকে শুরু হয়, প্রতারণার।
প্রতারিত প্রতিনিধি সাথে কথা বলে জানা যায় প্রতারক মৃধা বেলাল কে টাকা দেওয়ার পর থেকে সেই আজ কার্ড দিচ্ছে, কাল দিচ্ছে, এই ভাবে ৫-৬ মাস গুরিয়েছে, কিন্তু কোন কার্ড দেয়নি, এবং সাবাইকে কুরিয়া সার্ভিসের ঠিকানা দিতে বলে, তাও দেওয়া হয়েছে।
এবং সাবাইকে বলেছে সাবাইর কার্ড পাঠিয়েছে, অথচ কোন কার্ড পাঠানো হয়নি, সবাই কল দিলে বলে কি যেনো সমস্যা হয়েছে তাই পাঠানো হয়নি, ২ দিন পর পাঠাবে
আর কার্ড তো দূরের কথা আর কোন যোগাযোগ করতে পারেনি কেউ, তাকে কল দিলে সেই কল দরেনা, যদিও ১৫ -২০ বার কল দিলে ১ বার দরবে এবং বিজি আছে বলে কেটে দেয়,এবং মোবাইল বন্ধ করে দে, আর কোন কথা বলেনা, এবং শুনতেও চায় না
পরে প্রতারিতরা জানতে পারে এই দরনের কোন প্রতিষ্ঠান নেই, সম্পুর্ণ টাই ভুয়া,
যে নাম্বার থেকে যোগাযোগ করতো, প্রতারক মৃধা বেলাল =
01767198218, 01726298396,
প্রতারিতরা জানান তাদের টাকা পেতর চায় তারা, আর প্রতারকের দূষ্টান্ত মূলক শাস্তি দাবি করছে তারা, যাতে কোন স্বনামধন্য প্রতিষ্ঠান ও সম্পাদকদের , সুনাম নষ্ট না হয়,
এবং মৃধা বেলাল বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে, মানুষের সাথে এই দরনের প্রতারণা চালিয়ে যাচ্ছে, অথচ এই প্রতিষ্ঠান গুলোর কেউ তাকে চিনেনা বলে জানান তারা,