বুড়িশ্চর কিন্টারগার্ডেন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কতিক প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও একুশ উদযাপন ২০১৯ স্কুল মিলনায়তনে সম্পন্ন হয়েছে। অদ্য ১৮ ফেব্রুয়ারি স্কুলের অধ্যক্ষ বাবু বাবুল চন্দ্র সরকারের শুভে”ছা বক্তব্যে মধ্যদিয়ে স্কুল পরিচালনা কমিটি সভাপতি আলহাজ্ব দিদারূল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সুপ্রীম কোর্ট অব বাংলাদেশ, বাংলাদেশ লিগাল ইডুকেশন এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এর কনভেনার ব্যারিস্টার এস এম কফিল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম ইলেক্ট্রনিক্স মার্চেন্ট এসোসিয়েশন এর সভাপতি আলহাজ্ব
শাখাওয়াত হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার আবুল কালাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেলাল চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ আজম। অনুষ্ঠান স ালনা করেন স্কুল শিক্ষিকা মিসেস সৈয়দা সাহেদা আক্তার ও নুরুল আবছার বাবলু। এতে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পরিষদের সদস্য এস এম মহিউদ্দিন, নিজাম উদ্দিন চৌধুরী, আহসানুল হক চৌধুরী, এস এম কফিল উদ্দিন, প্যানেল চেয়ারম্যান মোঃ ইলিয়াছ, উপাধ্যক্ষ হোসেন রানা, শিরিন আক্তার খানম, মেজবাহ উদ্দিন, জান্নাত আরা প্রমুখ।