
খুলশী থানাধীন আমবাগানস্থ টাইগার পাস বহুমূখী উচ্চ বিদ্যালয়ে মহান একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে বিদ্যালয়ের পরিচালনা পরিষদ, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে প্রভাতফেরী, জাতীয় পতাকা অর্ধ নমিত করণ, বিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা
পরিষদের সভাপতি অধ্যাপক মোঃ সাইদুল কবির বাহার প্রধান অতিথি ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভায় একুশের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আব্দুল মোনাফ, ডাঃ হুমায়ুন কবির, সহকারী প্রধান শিক্ষক তাজদীক মামুন প্রমুখ।