
মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি;
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় গোবিন্দাসী হাটে এ সি আই এনিমেল হেলথ এর আয়োজনে গবাদিপশুর নিরাপদ খাদ্য সহায়ক হিসাবে TRP এর উপকারিতা এবং গরু পালন বিষয়ক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আলোচনা অনুষ্ঠানে বক্তব্য ও খামারি দের সাথে পশুপালনে এ সি আই কোম্পানির খাদ্য সহায়ক TRP নিয়ে এবং খামারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এ সি আই কো: সেলস্ ম্যানেজার রফিক আহমেদ,জোনাল সেলস্ ম্যানেজার শফিকুল ইসলাম এবং সিনিয়ার এরিয়া ম্যানেজার এম এ মালেক।
দিনব্যাপী অনুষ্ঠানে হাটে আগত দূরদূরান্তের খামারীদের এ সি আই এর বিভিন্ন প্রোডাক্টের প্রদর্শন এবং খামারিদের বিভিন্ন পরামর্শ দেন ডঃ সুদিব দেবনাথ।খামারী হাফিজুর এ বিষয়ে বলেন, উন্মুক্ত সভায় সেলস্ ম্যানেজার স্যার এর নানা গঠন মূলক কথায় আমরা সকল খামারীরা মুগ্ধ।তার দেয়া দিক নির্দেশনায় আমরা কাজ করবো।আশাকরি এতে আমাদের খামারে সুফলবয়ে আনবে।খামারী ইমাম হোসেন বলেন,এ সি আই কো: ভূঞাপুরের মার্কেটিং অফিসার শামীম ভাই এর আমন্ত্রনে এ অনুষ্ঠানে আসি।৩০ মিনিট এর আয়োজন ২ ঘন্টা ব্যাপী চললেও আমি সহ সকল খামারীরা অনেক
মনযোগ দিয়ে বক্তাদের কথা শুনতে থাকি।আমার খুব ভালোলাগছে এমন অনুষ্ঠানে এসে।এতে অনেক কিছু শিখতে ও জানতে পারলাম।অবৎসই এ জানা গুলো আমাদের অনেক উপকার আসবে।উল্লেখ্য,অনুষ্ঠানে খামারীরা বিভিন্ন প্রশ্ন করেন।প্রশ্নের উওর ও সমধান দেন সেলস্ ম্যানেজার রফিক আহম্মেদ।অনুষ্ঠান শেষে TRP লিখিত বালতি খামারীদের উপহার দেওয়া হয়।