নিয়ামুর রশিদ শিহাব গলাচিপা(পটুয়াখালী)
সোমবার সকালে হঠাৎ করে আঘাত হানা কালবৈশাখী ঝড়ের গলাচিপায় বিভিন্ন ধরনের ক্ষতি হয়েছে। সোমবার সকাল ছয়টায় কালবৈশাখী ঝড়ের কারনে উপজেলার বিভিন্ন এলাকায় গাছ উপড়ে গেছে ও অনেক ঘরের চালা উপড়ে নিয়ে গেছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে । বিশেষ করে অনেক এলাকার আমের মুকুল ঝরে গিয়ে ক্ষতি সাধিত হয়েছে । অপরদিকে রবিশষ্য , যেমন-বোরো ধান, তরমুজ, আলু, মুগডাল, বাদাম সহ বিভিন্ন প্রকারের চাষীরা বৃষ্টির পানি পেয়ে খুশীর আমেজ লক্ষ্য করা গেছে। আম চাষীরা বলেন, হঠাৎ কালবৈশাখী ঝড় হওয়ায় আমের মুকুল
ঝরে পড়েছে তাতে আমের ফলনের যে লাভের সম্ভাবনা ছিল তা আর হচ্ছেনা। উক্ত বিষয়ে গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহ্ বলেন, হঠাৎ বৈশাখী ঝড় হওয়ায় আমের মুকুল ঝরে গিয়ে আম চাষীরা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু রবিশস্য চাষীদের বৃষ্টি হওয়ায় ব্যাপক উপকার হয়েছে।