রির্পোটার রিপন মারমা
রাঙ্গামাটি,পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে আই জি পি,।আজ রাঙামাটি পুলিশ লাইন সুখী নীলগঞ্জ নব নির্মীত জেলার অগ্রসর এব। তিনটি উপজেলা থানা ভবন একটি পুলিশ ফাঁড়ী উদ্বোধন করেন পুলিশের মহা পরিদর্শক ডঃ মোঃ জাবেদ পাটোয়ারী। এ সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডি আই জি খন্দকার গোলাম ফারুক। আর রাঙামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবির সহ পুলিশের অন্যন্য কর্মকর্তা ও সদস্য ছিলেন। আর এদিকে পুলিশের মহা পরিদর্শক বলেন পাহাড়ের যতগুলো ঘটনা ঘটেছে সেই সমস্ত কিছু অবৈধ অস্ত্র কারণে ঘটেছে। পার্বত্য জেলা মধ্যে অন্যন্য বাহিনীর সাথে
এবারে পুলিশ বাহিনীর অস্ত্র উদ্ধারে কাজ করবে।তিনি আরো বলেন পাহাড়ের পার্বত্য এলাকায় বাড়াতে পুলিশের সক্ষমতা সুবিধা নিশ্চিত করা হবে।পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার কাজে এবং মাদক পান কারী এবং মাদক ব্যাবসায়ী বিরুদ্ধে যোথ পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানান পুলিশের পরিদর্শক ডঃ মোঃ জাবেদ পাটোয়ারী।আর এদিকে রাঙামাটি সদরে এ এস পি সার্কেল অফিস এবং পরিবর্তীদের কাপ্তাই হৃদের ওপারে বরকল উপজেলাধীন সুভলং নতুন ভাবে স্থাপিত পুলিশ ফাঁড়ী এবং ভবন উদ্বোধন করেন। আর এদিকে বিভিন্ন কথা সাংবাদিক প্রশ্নের জবাবে বলেন আই জি পি,
তিন পার্বত্য জেলা মধ্যে বিভিন্ন পর্যটন বেড়ে ওঠার কারনে এবারের পর্যতক আগমন বেড়ে ওঠে।সেই ক্ষেত্র আমরা পুলিশের ইউনিট গুলো সক্ষমতা বাড়ানো পাশাপাশি স্টুরিস নো- পুলিশের সক্ষমতা বৃদ্বি পদক্ষেপ নেওয়া হবে।