
চান্দগাঁও থানা বহদ্দারহাট বাড়াই পাড়া গাউছিয়া কমিটি বাংলাদেশ শাখার উদ্যোগে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে ১২তম ইয়ানবী সুন্নী কনফারেন্স ২০১৯ হাজী রমজান আলী জামে
মসজিদে গাউছিয়া কমিটি বাংলাদেশ বাড়াই পাড়া কমিটির সভাপতি মুহাম্মদ ইব্রাহিম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ম.হামিদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বাড়াই পাড়া হাজী রমজান আলী জামে মসজিদের খতীব আলহাজ্ব মাওলানা মুফতি
মোস্তফা কামাল আল কাদেরী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক এম. রেজাউল করিম চৌধুরী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চান্দগাঁও বাহার সিগন্যাল আল
আমিন বারীয়া দরবার শরীফের শাহজাদা। বিশেষ বক্তা ফটিছড়ি আজাদী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ খতীব আবুন নূর মুহাম্মদ হাচ্ছান বিন নূরী। বিশেষ বক্তা বাড়াই পাড়া ইমাম আলী জামে মসজিদ খতীব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আনছার উল্লাহ নঈমী। বিশেষ অতিথি ছিলেন চান্দগাঁও থানা ৬নং পূর্বষোলশহর ওয়ার্ড
কাউন্সিলর আলহাজ্ব এম.আশরাফুল আলম, বাড়াই পাড়া দক্ষিণ মহল্লা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, বাড়াই পাড়া হাজী বজল-এমরাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী ইলিয়াস শেকু, গাউছিয়া কমিটি বাংলাদেশ চান্দগাঁও থানার যুগ্ম সম্পাদক মুহাম্মদ জানে আলম, সাংবাদিক হান্নান রহিম তালুকদার। এতে আরো উপস্থিত
গাউছিয়া কমিটি ৬নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি মো.ওমর ফারুখ,সহ-সভাপতি মো.শাহাজান, সাংগঠনিক সম্পাদক মিরানুল ইসলাম, কাজী সুজন, মো.ইব্রাহিম, মো.নাছের,
মো.সরওয়ার, মাওলানা মো. দেলোয়ার হোসেন, মো. মনছপ আলী, মো.ইদ্রিস সওদাগর প্রমুখ।