ছাতক প্রতিনিধি:
ছাতকে গোবিন্দগঞ্জ ক্লাস্টারের শিক্ষক শিক্ষিকা কর্তৃক আয়োজিত গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রতিমা রায়ের স্মরণে শোক সমাবেশ অনুষ্টিত হয়েছে । গত বৃহস্পতিবার বিকালে গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাওলানা ফিরোজ আহমদের সভাপতিত্বে সহকারি শিক্ষক পংকজ দত্তের পরিচালনায় অনুষ্টিত শোক সমাবেশে প্রধান অথিতি হিসেবে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাশ। বিশেষ অথিতি ছিলেন গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যাপক রমেন্দ্র বিকাশ দে ও অধ্যাপক বরুণ বড়ুয়া। অনুষ্টিত শোক
সমাবেশে বক্তব্য রাখেন গোবিন্দনগর গ্রামের মাস্টার আরশ আলী,ফারুক আহমদ,বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিত্য রঞ্জন দাশ,হেলালুল ইসলাম,প্রধান শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, মোমিনুর রহমান,মাওলান শামসুল ইসলাম,মোস্তাক আহমদ, চন্দন চন্দ্র পাল,জয়ন্তী রানী দেবনাথ,পূরবী রায়,বাসবী চৌধুরী,সহকারি শিক্ষক লুৎফা বেগম লিলি,খলিলুর রহমান,রুহুল ইসলাম পলাশ,রেজ্জাদ আহমদ, সালেহ আহমদ কবির,আবুল খয়ের,নুরুল হক,মানিক মিয়া,বশির উদ্দিন, নাদিরা পারভীন,আব্দুল খালিক,রমা রায়,নিবেদিতা তরফদার,
নান্টু চন্দ,পল্লবী চৌধুরী,বাবুলাল শর্মা, আফিয়া বেগম,রাহিমা বেগম,গীতা রানী দেবনাথ,অর্পা চন্দ, পিংকু দাস,দেবানন দেব,জীবন চন্দ, রূপালী ভৌমিক,মিজানুর রহমান খান,শহিদুল ইসলাম,মহিম উদ্দিন, আলকাছ আলী,মিত্রা চন্দ, রুনা তালুকদার, হেপী রানী পাল,মৌসুমী আক্তার,অপি আক্তার,লুবনা বেগম,জামিলা আক্তার, লিমা রানী দাস,গীতা রানী দে,মিত্রা রানী দাশ,তপতী রানী দে,মুক্তি রানী সরকার,রিনি দাস সুমা,ফাতেমা বেগম,আবু তাহের,কয়েছ আহমদ,ফৌজিয়া বেগম,সিবা রানী দাস,মুজাম্মিল আলী,লাভলী বেগম,রোশনা বেগম প্রমুখ।