চকবাজার গুলজার টাওয়ার ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকবাজার ১৬নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম হায়দার মিন্টু। আগামী ২৩শে মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করে কাউন্সিলর গোলাম
হায়দার মিন্টুকে প্রধান নির্বাচন করে দশ জন বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহবায়ক সুবল কান্তি নাথ, যগ্ম আহবায়ক মো. সরওয়ার আজম, সদস্য সচিব মো.শাহাজান, সদস্য যথাক্রমে লায়ন এম. এ মান্নান, মো.আব্দুল
আজিজ, মো.সেলিম-১, বাবু ভুবতী সরকার, মো.ইলিয়াস, মো.জাফর চৌধুরী, মো.সেলিম-২, মো. রেজাউল করিম, মোছাম্মৎ রেহেনা আকতার। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নূর মোস্তফা টিনু, মো. আকরামুল হক,
সাংবাদিক এম. হান্নান রহিম তালুকদার, মো. মোসলেম উদ্দিন ইমন, মো.রফিক, মো.তাওহীদ, মো.আবু তৈয়ব, মো.সাদ্দাম হোসেন প্রমুখ।