ছাতক প্রতিনিধি:
ছাতকে উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যর মুহিবুর রহমান মানিকের বিরুদ্ধে নির্বাচনী আচরন বিধি লঙ্গনের লিখিত অভিযোগ দায়ের করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (বর্তমান) উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। এমপির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান লিখিত করায় ঘটনায় কে কেন্দ্র করে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে । এ ঘটনাকে ইস্যু করে আ’লীগের দু’গ্রুপের মধ্যে দুই দিন ধরে টান টান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সংঘর্ষে আশংকা রয়েছে। জানা গেছে,গত ২৬ ফেব্রুয়ারী সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা
বরাবরে এ অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগে উল্লেখ্য করেন অলিউর রহমান চৌধুরী বকুল বিগত পরিষদের চেয়ারম্যান বিপুল ভোটে নিবাচিত হন। বর্তমানে তিনি চেয়ারম্যান পদে একজন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার এক মাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী হচ্ছেন ফজলুর রহমান। তার প্রতিপক্ষ প্রার্থীকে বিজয়ী করার অপচেষ্টা করতে গিয়ে স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক নির্বাচনী আচরন বিধি সম্পূর্নরূপে লঙ্গন করে একাধিক সভা মিটিং করছেন। সংসদ সদস্য তার ক্ষমতার অপ ব্যবহার করে প্রভাব বিস্তার করার পয়তারা লিপ্ত রয়েছেন। তার প্রতিপক্ষকে
বিজয়ী করতে ভোটারদের উপর নানা ধরনের চাপ সৃষ্টি করে যাচ্ছেন । মনোনয়ন পত্র দাখিলের পর নির্বাচনী কাযক্রম চলমান থাকাবস্থায় গত ১৭ ফেব্রুয়ারী গোবিন্দ গঞ্জ এলাকার তানজিনা কমিউনিটি সেন্টারে সমাবেশ করে নির্বাচনী প্রচারনা চালিয়েছেন। ২৪ ফেব্রুয়ারী আমেরতল গ্রামে নিজ বাড়িতে প্যান্ডেল করে প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে বিজয়ী করার লক্ষে তার বিরুদ্ধে আপত্তিকর ও মিথ্যা বক্তব্য প্রদান করেন এমপি। যা নির্বাচনী আচরন বিধি পরিপন্থি ও আইন বহির্ভূত। আইন প্রনেতা হিসেবে একজন সংসদ সদস্য নির্বাচনী আচরন বিধি লঙ্গন করে নিজের পদ মর্যদার শপথ ভঙ্গ
করছেন বলে অভিযোগে উল্লেখ্য করা হয়েছে। আর যাতে নির্বাচনী আচরন বিধি লঙ্গন করতে না পারেন ও এবং ইতিমধ্যেই যে সকল কর্মকান্ডে নির্বাচনী আচরন বিধি লঙ্ঘিত হয়েছে তার আইননানুগ ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানিয়েছেন তিনি। অভিযোগের অনুলিপি সুনামগঞ্জের পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, ছাতক থানা অফিসার ইনচার্জ বরাবরে প্রেরন করা হয়।