সমাজের প্রতিটি পাড়া মহল্লাকে অপরাধমুক্ত রাখতে হলে প্রশাসনের পাশাপাশি সমাজের তৃণমুল নেতৃবৃন্দকে রাজনীতির উর্দ্ধ থেকে দায়িত্ব পালন করতে হবে৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জহুরুল আলম জসিম বলেন, সমাজে গুটি কয়েক অপরাধীদের কাছে পুরো সমাজ জিম্মি হয়ে থাকবে তা আর বরদাশ্ত করা হবে না। যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে নাগরিক জীবনের শান্তি বিনিষ্ট করে তাদের পরিচয়কে উর্দ্ধে রেখে আইনের আওতায় আনা হবে। আর যারা সমাজ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে তাদের গুণী ব্যক্তিত্ব হিসেবে সম্মাননা দিয়ে সম্মানিত করা
হবে। এলাকার মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীকে সামাজিক ভাবে চিহিৃত করে মাদক নির্মূলে এলাকাবাসীকে সচেতন হতে হবে। যারা পর্দার আড়ালে থেকে সমাজে কু-কর্মকে সমর্থন করবে ও পৃষ্ঠপোষকতা করবে তাদেরকেও সামাজিক ভাবে পয়কট করা হবে। সি-ব্লক সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক প্রীতি সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। সংগঠনের সভাপতি হাজী মোঃ এমরান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শামীম আহম্মেদ সুমন’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজী মোঃ আবু জাহান, আওয়ামীলীগ নেতা মোঃ জসিম
উদ্দিন, আওয়ামী যুবলীগ নেতা মোঃ বেলাল উদ্দিন জুয়েল, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ আবু নোমান নাহিদ, জি-ব্লক সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল সিপন, ডি-ব্লক সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ হানিফ, সাধারণ সম্পাদক মোঃ নাহিদ, এইচ-ব্লক সমাজ কল্যাণ পরিষদের সভাপতি শ্রী স্বপন দাশ, সাধারণ সম্পাদক মোঃ ফারুক, আকবর শাহ্ থানার সাব ইন্সপ্রেক্টর মোঃ জসিম উদ্দিন, মোঃ সোলেমান, মোঃ সবুজ, সংগঠনের উপদেষ্টা মোঃ রেহান উদ্দিন প্রধান, মোঃ আবদুল জব্বার,
মোঃ গিয়াস উদ্দিন, মোঃ আবদুল আউয়াল, মোঃ আবুল বশর চৌধুরী, মোঃ আল ফারুক মাহমুদ খান, মোঃ রফিক আহম্মেদ, মোঃ রেজাউল করিম, সহ-সভাপতি ডাঃ ফারুক আহম্মেদ শরীফ, সহ-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ লিয়াকত আলী তালুকদার, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুক্তিযোদ্ধা মাহমুদুল হক, দপ্তর সম্পাদক নুরুল আবছার ভূঁইয়া, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ কামাল পাশা, কার্যকরী সদস্য কাজী সেলিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, মোঃ সায়েম ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে সমাজের
বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় ১০ জন সমাজসেবীকে সম্মাননা প্রদান, সি-ব্লক সমাজ উন্নয়ন পরিষদকে ডি-ব্লক সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান, আকর্ষনীয় র্যাফেল ড্র ২২ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি নষ্যভোজের আয়োজন করা হয়।