মাহমুদুল হাসান:টারঙ্গাইল প্রতিনিধি;
টাঙ্গাইলের মির্জাপুরে শুক্রবার উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ দক্ষিণপাড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় মো. আজিজুল মিয়া (২৯) নামে সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।সরেজমিনে গিয়ে জানাযায়,সেনা সদস্য মো. আজিজুল মিয়া দেওভোগ গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে। তিনি বগুড়া ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। সকালে তিনি ছুটি নিয়ে বাড়ি আসেন।গত বুধবার রাতে আজিজুলের ছোট ভাই রাসেলের সাথে দেওভোগ উত্তরপাড়া গ্রামের বাক্কি মোল্লার ছেলে কামরুলের সাথে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এ ঘটনার
পর বৃহস্পতিবার রাতে রাসেলকে রাস্তায় পেয়ে কামরুল ও তার সঙ্গীরা তাকে মারপিট করে। পরে স্থানীয়ভাবে এটি মীমাংসা করার জন্য শুক্রবার দিন নির্ধারণ করা হলে সকালেই আজিজুল বাড়ি আসেন। কিন্তু বিচারের কথা বলে রমজানের দোকানের সামনে ডেকে নিয়ে কামরুল ও তার সঙ্গীরা আজিজুলকে পেটাতে থাকে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ঢাকায় পাঠান। কিন্তু ঢাকা নেয়ার পথে গাজীপুরের চন্দ্রা এলাকায় দুপুর ১টার দিকে আজিজুল মারা যান।মির্জাপুর থানার ওসি একেএম মিজানুর হক জানান, ঘটনাস্থল থেকে পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ বা মামলা দেয়নি।