
গতকাল ১১ মার্চ সোমবার জাস কেজি এন্ড এলিমেন্টারি হাই স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হাকিম মোহাম্মদ উল্লাহ স্টাস্টের নিজস্ব্য ক্যাম্পাস শিশু-বালক ও বালিকা শিক্ষার উপযোগী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য সোস্যাইল ইসলামী ব্যাংক লিমিটেড’র চেয়ারম্যান প্রফেসর আলহাজ্ব আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এনামুল হক চৌধুরী। আরো উপস্থিত ছিলেন ই-লানিং উন্মুক্ত
শিখন পরিবহণ প্রতিষ্ঠাতা ড. খান, মাওলানা ভাসিনী ফাউন্ডেশনের সভাপতি ছিদ্দিকুল ইসলাম, আল্লামা রুমি সোসাইটি সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাউদ্দৌলা, শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব রাশেদা আক্তার, শাকিলা জাহান, হাফসা বেগম, পারজেনা ইয়াসমিন, শ্যামলি আক্তার নিশা, হামিম আরা, আজমা খাতুন, মাইমুন নাহার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর আনোয়ারুল আজিম বলেন, স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীদের বিশ্বমানের জ্ঞান ও বিজ্ঞান অর্জনের মাধ্যমে সমস্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান। স্কুল ছাত্র ও ছাত্রীদের উন্নত চরিত্র ও মানবিক মর্যাদাকে মানুষ হিসেবে গড়ে উঠতে ভূমিকা রাখার জন্য এ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দের প্রতি আহ্বান জানান।