মাহমুদুল হাসান:টাঙ্গাইল প্রতিনিধি;
আগামি ৩১ মার্চ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গত ৪ মার্চ মনোনয়নপত্র জমাদানের সর্বশেষ চেয়ারম্যান পদে ৭, ভাইস চেয়ারম্যান পদে ৬ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।এদের মধ্যে মনোনয়ন পএে ত্রুটি থাকার জন্য চেয়ারম্যান পদে আমিরুল ইসলাম বিদ্যুৎতের মনোনয়নপত্র বাতিল করা হয়। ওই দিনই
মনোনয়নপত্র বৈধতা চেয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন করেন আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ, কাগজপত্র যাচাই বাছাই শেষে ১২ মার্চ জেলা রিটার্নিং কর্মকর্তা -টাঙ্গাইল জেলা প্রশাসক মো. সহিদুল ইসলাম তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন।এ ব্যাপারে আমিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, মনোনয়নপত্র বৈধতা চেয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন করলে আজ তিনি আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা দেন।