মনে হচ্ছিল আমি কোনো হলিউড সিনেমা বা ভিডিও গেমস দেখছি একের পর এক গুলিবর্ষণ করে যাচ্ছিল সন্ত্রাসটা। নিউজিল্যান্ডের মতো একটি এমন উন্নত দেশের নিরাপত্তা ব্যবস্থা দেখে আমি পুরো শিহরিত! ঘটনাস্থলে পুলিশ পৌছাতে ২ ঘন্টা লাগে, এর মানে এই দেশটির নিরাপত্তা ব্যবস্থাপনায় কোনো অভিজ্ঞতা নাই এইরকম হামলা মোকাবেলা করার। শালার জঙ্গি এখন যদি মুসলিম হতো তাহলে এতক্ষণে অনেক কিছু শুনতাম, এখন সে অন্য ধর্মাবলম্বী তাই সে মানসিক রোগী, মাতাল ছিলেন কত কথা রটানো হচ্ছে।
আমি সকল ধর্মকে সম্মান করি, কোনো ধর্ম জঙ্গিবাদ, উগ্রবাদকে সমর্থন করেনা।কিন্তু জঙ্গি হামলা হলে মুসলিম জঙ্গি, মুসলমান জঙ্গি এসব বেশি শুনতে পাই আমরা, একটি জাতিকে এভাবে সরাসরি আঘাত করা মোটেও প্রযোজ্য নয়।সিজদায় ছিলো অনেক মুসল্লি সেখানেও তাদের ছাড়েনি, এড়োপাতেলি গুলিবর্ষণ করে গিয়েছে।ধিক্কার জানায়, নিন্দা জানায় এমন ঘটনার।তাই সবশেষে বলবো I am Muslim but I’m Not a Terrorist!
লেখকঃ আল ওমায়ের, লেখক,অনলাইন এক্টিভিস্ট।