
নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী)সংবাদদাতা
গলাচিপায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শততম জন্মদিন ও জতীয় শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, মাল্যদান এবং র্যালি অনুষ্ঠিত হয়। র্যলিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। র্যালি শেষে
উপজেলা মিলনাতনে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) সুহৃদ সালেহিন, সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ ফোরকান কবির,গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শাহজাহান মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা মোঃ মনির হোসেন, থানা অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ, উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দীপশিখা জয়ন্তী প্রমুখ। পরে একই স্থানে শিশুদের চিত্রাংকন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।