মোঃ জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধি
যশোর বেনাপোল সীমান্ত থেকে হুন্ডির সাড়ে সাত লাখ বাংলাদেশি টাকাসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি’র সদস্যরা।রোববার (১৭ মার্চ) বিকালে বিজিবি’র ২১ ব্যাটালিয়নের সদস্যরা বেনাপোল সীমান্তের পুটখালী এলাকা থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, বেনাপোল পুটখালী গ্রামের আশরাফ আলীর ছেলে জাকির হোসেন ও একই গ্রামের আশানুর রহমানের স্ত্রী সেলিনা খাতুন।বিজিবি’র সূত্রে জানতে পারি, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বেনাপোল সীমান্ত পথে হুন্ডির বিপুল পরিমাণ টাকা পাচার হবে। পরে বিজিবি সদস্যরা
সীমান্তে অভিযান চালিয়ে ২ জনকে আটক করে। এ সময় তাদের শরীর তল্লাশি করে সাড়ে সাত লাখ বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়।বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল বন্দর থানায় পুলিশে সোপর্দ করা হয়েছে।