
নিজস্ব প্রতিবেদন
রাঙ্গামাটি বাঘাইছড়িতে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় আবারও রক্তের বন্যা বইয়ে গেছে।বেপরোয়া সন্ত্রাসীদের ব্রাশ ফাঁয়ারে নির্বাচনী কর্মকর্তাসহ নিহত ৭ জন এবং আহত হয়েছে আরও ২৬ জন। স্থানীয়দের তথ্যঅনুযায়ী জানা যায় নিহতরা হলেন প্রিজাইডিং অফিসার আব্দুল হান্নান, সহকারীর প্রিজাইডিং অফিসার মোঃতৈয়ব,পোলিং অফিসার আল আমিন,মোঃ আমির হোসেন গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য, বিলকিস(৩৫), পথচারী মন্টু চাকমা। জানাগেছে সরকারি উপজেলা পরিষদ নির্বাচনে ব্যবহৃত ব্যালট বাক্স সহ দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বহন কারী গাড়িতে দুর্গম পাহাড়ি
রাস্তায় দুরবৃর্ত্য সন্ত্রাসীদের অতর্কিত ব্রাইশ ফাঁয়ারে নিহত করা হয়।রাঙ্গামাটি পুলিশ সুপার আলমগীর কবীর বলেছেন-আহতদের অবস্থা আশন্কাজনক হওয়ায় তাদের সকলকে হেলিকপ্টার করে সিএমএইচ পাঠানো হয়েছে।রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় পরিষদ নির্বাচন দায়িত্ব পালন শেষে সাজেক থেকে ফেরারপথে ভোটগ্রহনকারী কর্মকর্তা ও আনসার ভিডিপি সদস্যকে লক্ষ্য করে ব্রাশ ফাঁয়ার করা হয়। রাঙ্গামাটি বাঘাইছড়িতে শোকের ছাঁয়া নেমে এসেছে। আর এদিকে জেলা শহরে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে পাহাড়ি ও বাঙ্গালী ছাত্র পরিষদ নেতা কর্মীরা এবং তখন উপস্থিত ছাত্র নেতারা বলেন- এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতারের দাবী জানিয়েছেন….।