
জসীম উদ্দীন,বেনাপোল প্রতিনিধি।
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষনা দিয়ে কাগজপত্র ছাড়াই আমদানি করা জিলেট সেভিং ফোমের একটি চালান আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। বুধবার সন্ধায় পন্য চালানটি বন্দরের ১ নং শেডের সামনে থেকে আটক করা হয়।কাষ্টমস সুত্রে জানা গেছে, ভারতীয় ট্রাক এনএল-০১ এসি-৬৬৫৪ নাম্বারে গার্মেন্টস’র চালানের সাথে ৬৫১ কার্টুন জিলেট শেভিং ফোম’র চালানটি অন্য পন্যের সাথে কাগজপত্র ছাড়াই বন্দরে প্রবেশ করে। সেডে খালাশের জন্য ২ দিন আপেক্ষা করে পরে গাড়ী রেখে পালিয়ে যায় ড্রাইভার।
কাস্টমসের ইনভেস্টিগেশন রিসার্চ এন্ড ম্যানেজমেন্ট’র বিশেষ টিম (আইআরএম) ট্রাকটিকে নজরদারিতে রাখেন সর্বক্ষন। পরে সন্ধার দিকে ভারতীয় ট্রাক সহ পন্যচালানটি আটক করা হয়। নো-এন্ট্রির মাধ্যমে পন্য চালানটি চোরাচালানের মাধ্যমে আনা হয় বন্দরে। একটি চোরাচালানী চক্র এই চালানটির মাধ্যমে ১৬ লাখ টাকার রাজস্ব ফাকি দেয়ার চেস্টা করছিল। পন্য চালানটি প্রোকটার এন্ড গ্যামবেল বাংলাদেশ প্রা: লি: এর নামে আমদানি করা হয়েছিল। আটককৃত পণ্যসহ ভারতীয় ট্রাকটি ইনভেন্ট্রি করার লক্ষ্যে একটি
টীম গঠন করা হয়। এতে চোরাচালানের মাধ্যমে মিথ্যা ঘোষণায় আনীত ৬৫১ কার্টুন সেভিং ফোম পাওয়া যায়। ট্রাকটিতে একটি মেনিফেস্টের মাধ্যমে তিনটি পণ্যচালান আনা হয়। আটককৃত পণ্যের প্রতিটি কার্টুনে শিপিং টু প্রোকটার এন্ড গ্যামবেল বাংলাদেশ প্রা: লি: লেখা স্টিকার ছিল।বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী জানান, রাজস্ব ফাকির বিষয়টি তদন্ত করতে পাঁচ সদস্য বিশিস্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্ট আমদানিকারক ও সিএন্ড এফ এজেন্ট’র বিরুদ্ধে ফৌজদারী মামলার প্রক্রিয়া চলছে।