নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী)
পটুয়াখালী জেলার গলাচিপায় উপজেলা আ.লীগের উদ্যোগে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।আজ শনিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী ভবনের সম্মুখে পৌরমঞ্চে উপজেলা আওয়ামীলীগ সভাপতি প্রফেসর সন্তোষ দে’র সভাপতিত্ব ও সরদার মু.শাহ্ আলম এর সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এম.এম শাহজাদা।
অনুষ্ঠানেআরও উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, জেলা আ.লীগের সহ-সভাপতি কাশিনাথ দত্ত, জেলা আ.লীগ সদস্য হাজী মু. শাহজাহান মিয়া, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. মানিক মিয়া, মু. হারুন অর রশিদ মিয়া, উপজেলা আ.লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মু. ইছা, উপজেলা
আ.লীগেরসহ-সভাপতি মু. মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক ও নৌকা মার্কার প্রার্থী মু.শাহীন শাহ্, উপজেলা আ.লীগ নেতা মাইনুল ইসলাম রনো, পৌর মেয়র আহসানুল হক তুহিন সহ বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড আ.লীগের নেতা-কর্মী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।এসময় প্রধান অতিথি বলেন, “আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা নৌকার প্রার্থীর
পক্ষে কাজকরবেন। প্রধানমন্ত্রী আ.লীগ সভানেত্রী শেখ হাসিনা শাহীন শাহ্’র অতীত ত্যাগের মূল্যায়ন করে নৌকা প্রতীক দিয়েছেন। আপনারা ঐক্যবদ্ধ থেকে এই নৌকাকে বিজয়ী করবেন। জামাত-বিএনপি’র কোন ষড়যন্ত্র যেন এই নির্বাচনে প্রভাব ফেলতে নাপারে তার জন্য আপনারা সর্বদা প্রস্তুত থাকবেন। নৌকা মার্কার প্রার্থী শাহীন শাহ্’র জন্য একটি বড় সুযোগ বলে
আমি মনে করি। আমি আশা করি যে এই সুযোগ কাজে লাগিয়ে ভবিষ্যতে শাহীন শাহ্ তার বলিষ্ঠ এবং নিষ্ঠার সাথে নেতৃত্বের পরিচয় দিবেন।এবং ক্ষমতার অপব্যবহারকারীকে ক্ষমা করা হবে না।”